ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরপুরে জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত ঢাকার মাইলইস্টোনে নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: নায়াবা ইউসুফ ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের  শোক র‍্যালি অনুষ্ঠিত  সালথায় ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গায় বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৫ জন নিহতের ঘটনার ১৭ দিন পর বাস চালক গ্রেফতার  ইউনিয়নের সভাপতি সম্পাদকের ভোটে উপজেলা বিএনপির নেতা নির্বাচিত হবেন ফরিদপুরে ইটভাটায় ৮ লাখ টাকা দাবি, না পেয়ে প্রবেশপথ আটকিয়ে দেয়ার অভিযোগ ফরিদপুরে কিশোরদের মাধ্যমে মাদক বিক্রিকালে যৌথ বাহিনীর অভিযানে আটক -১ সালথায় নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

রাজবাড়ীতে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

একে আজাদ,রাজবাড়ী:
রাজবাড়ীর সদরে মামলার তদন্তে যাওয়া পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির এবং একই এলাকার মো. মোসলেম মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাজাপুর মধ্যপাড়া এলাকায় রুপল হত্যা মামলার তদন্তে গিয়েছিলেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন ও এএসআই  শেখ আবুল হাশেম।
ওই দিন বিকেলে আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছিল মামলার বাদী পক্ষ। এমন সময় বিক্ষোভকারীদের একটি অংশ মামলায় এজাহারভুক্ত আসামিদের বাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের থামাতে গেলে লাঠি, ইট ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভকারীদের হামলায় এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় এসআই সাব্বির হোসেন বাদী হয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পুলিশ সদস্যদের মারধরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৫:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
১০৫ বার পড়া হয়েছে

রাজবাড়ীতে পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট সময় ০৫:৪৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫
রাজবাড়ীর সদরে মামলার তদন্তে যাওয়া পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ মে) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযুক্তরা হলেন উপজেলার রাজাপুর এলাকার বাসিন্দা মো. মনির হোসেন মোল্লা ওরফে বড় মনির এবং একই এলাকার মো. মোসলেম মোল্লা।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রবিবার রাজাপুর মধ্যপাড়া এলাকায় রুপল হত্যা মামলার তদন্তে গিয়েছিলেন রাজবাড়ী সদর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন ও এএসআই  শেখ আবুল হাশেম।
ওই দিন বিকেলে আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করছিল মামলার বাদী পক্ষ। এমন সময় বিক্ষোভকারীদের একটি অংশ মামলায় এজাহারভুক্ত আসামিদের বাড়িতে ভাঙচুর শুরু করে। এ সময় পুলিশ সদস্যরা তাদের থামাতে গেলে লাঠি, ইট ও রড নিয়ে তাদের ওপর হামলা চালায় বিক্ষোভকারীরা।
এ সময় বিক্ষোভকারীদের হামলায় এসআই সাব্বির হোসেন ও এএসআই শেখ আবুল হাশেম গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করানো হয়।
এ ঘটনায় এসআই সাব্বির হোসেন বাদী হয়ে সোমবার রাজবাড়ী সদর থানায় ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় ২৫-৩০ জনকে আসামি করে একটি মামলা করেন। এরপর রাজবাড়ী জেলা পুলিশের অভিযানে মামলায় দুই এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়।
রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমান জানান, পুলিশ সদস্যদের মারধরের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।