সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ:
জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক, ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরের সালথায় মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সালথা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা সদরের বাইপাস সড়ক থেকে মশাল মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার এলাকায় এসে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার জন্য মারাত্মক হুমকি। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান তারা।
এ সময় আহত শরীফ ওসমান হাদীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সালথা উপজেলা শাখার আহ্বায়ক সজিব আল হোসাইন, যুগ্ম-সমন্বয়কারী রোমান শেখ, সদস্য সচিব সজিব মিয়া, এনসিপি নেতা মো. তনু, বাসার খন্দকারসহ দলীয় নেতাকর্মীরা।









