সালথার নকুলহাটিতে খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ইফতার ও দোয়া মাহফিল
ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বৃহস্পতিবার (২০ মার্চ) বিকালে আটঘর ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘ নেক হায়াত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী সালথা উপজেলা যুবদলের নেতা হাচান আশরাফ নেতৃত্বে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সালথা উপজেলার আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান মিঠু।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আবুল হাসেম শিকদার, আটঘর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি কাশেম মোল্লা, যুগ্ন-সাধারন সম্পাদক আইয়ুব মোল্লা, দপ্তর সম্পাদক ভুট্টো মাতুব্বর, আটঘর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মাজেদ মোল্যা, যুবদল নেতা মিরান হোসাইন, রিপন মাতুব্বর, ওমর মাতুব্বর, জাহাঙ্গীর শেখ, মজিবর সরদার, সালথা উপজেলা জিয়া মঞ্চের সাধারন সম্পাদক খোকন যুগ্ম আহবায়ক শিমুল মিয়া, হাফিজুর রহমান, ইয়াছিন মাতুব্বর প্রমুখ। এছাড়াও বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়।