ফরিদপুরে বিএনপির ঈদ উপহার নিয়ে দুঃস্থদের মাঝে ছুটছেন নায়াব ইউসুফ
ফরিদপুরে বিএনপির পক্ষ থেকে ঈদ উপহার নিয়ে দুঃস্থ ও অসহায়দের মাঝে ছুটে যাচ্ছেন ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। দলটির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় প্রতিনিয়ত ছুটছেন তিনি।
সেই ধারাবাহিকতায় আজ বুধবার বিকালে ফরিদপুর পৌরসভার ৪নং ওয়ার্ড বিএনপির আয়োজনে তেতুলতলা এলাকায় ঈদ উপহার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরী নায়াব ইউসুফ। এ সময় প্রায় ৪’শ নারী-পুরুষের মাঝে শাড়ি ও লুঙ্গি দেয়া হয়।
চৌধুরী নায়াব ইউসুফ বক্তব্যকালে বলেন, তারেক রহমানের নির্দেশে আপনাদের মাঝে ঈদ উপহার নিয়ে এসেছি। কারন, আমি রাজনীতি করি সাধারণ মানুষের জন্য, আপনাদের জন্য। এমন দিন আসবে সেদিন মহান আল্লাহ তালা আপনাদের স্বচ্ছল করে তুলবেন। তখন আমার উপহার নিয়ে আসতে হবে না, আপনারা আমাদের উপহার দিবেন। আর কোনো দুঃখ থাকবেনা ফরিদপুরের মাটিতে, সেইভাবে আপনাদের পাশে থাকব।
তিনি আরও বলেন, বিএনপি সব সময় দেশের সাধারণ মানুষের সাথে সম্পৃক্ত হয়ে ছিলো এবং ভবিষ্যতেও থাকবে। এটা আমার দলের ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশ। তার নির্দেশেই আপনাদের উপহার দেয়া হচ্ছে।
অনুষ্ঠানে ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি ফরহাদ মাতুব্বরের সভাপতিত্বে অন্যদের মধ্য বক্তব্য দেন মহানগর বিএপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী, সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ হোসেন, কোতয়ালী থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী রঞ্জন, ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্যা প্রমুখ।