ফরিদপুরে বিক্ষোভ: সরকারের পক্ষ থেকে লংমার্চ টু ইসারায়েল ঘোষণা চান ধর্মপ্রাণ মুসল্লিরা
ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত হামলা ও গণহত্যার প্রতিবাদে ফরিদপুরে ‘গ্লোবাল স্ট্রাইক ফর গাজা’ কর্মসূচি পালন করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এ সময় তাঁরা ফিলিস্তিনকে রক্ষা করতে সরকারের পক্ষ থেকে লংমার্চ টু ইসরায়েল ঘোষণার দাবি জানিয়েছেন।
আজ সোমবার বেলা ১১ টা থেকে ফরিদপুর প্রেসক্লাব চত্ত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ নানা শ্রেণি পেশার মানুষ। কেউ কালেমা লেখা পতাকা, কেউ ফিলিস্তিনের পতাকা ও প্লাকার্ড নিয়ে হাজির হোন। এক পর্যায়ে লোকে লোকারণ্য হয়ে উঠলে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলসহ শহরের জনতা ব্যাংকের মোড়ে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন তাঁরা।
এ সময় বিভিন্ন শ্লোগানে উত্তাল হয়ে উঠে প্রেসক্লাব চত্ত্বর থেকে জনতা ব্যাংকের মোড়। ‘চল চল ফিলিস্তিন চল, ফিলিস্তিন রক্ষা কর’ সহ নানা শ্লোগান দেন। তাঁরা মুসলিম বিশ্বের চুপ থাকা নিয়ে বিস্ময় প্রকাশ করেন এবং ইসরায়েলের বিরুদ্ধে জিহাদ বা যুদ্ধের ডাক দেন।
তাঁরা বলেন, আমরা ইসরায়েল মুখী লংমার্চ কর্মসূচি চাই, সরকারের পক্ষ থেকে ঘোষণা করতে হবে। আমরা ফিলিস্তিনকে বিশ্বের মানচিত্র থেকে মুছে যেতে দেব না, ইসরায়েল মুছে যাবে।
তাঁরা আরও বলেন, বিশ্বের নেতৃবৃন্দ ঘুমিয়ে আছে কিন্তু মুসলমানরা ঘুমায়নি। আমরা নেতৃত্ব তৈরি করে খোরাসানের নেতৃত্বে ফিলিস্তিনের দিকে রওয়ানা দেব।
এ সময় বক্তব্য দেন, খেলাফত মজলিসের জেলা শাখার সভাপতি মাওলানা আমজাদ হুসাইন, হেফাজত ইসলামের সভাপতি মাওলানা কবির হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব সোহেল রানা সহ অনেকে।