সদরপুরে ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের উদ্বোধন
গ্রামীন জনপদে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার মান এগিয়ে নেওয়ার লক্ষ নিয়ে ফরিদপুরের সদরপুর উপজেলার কলেজ মোড়ে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুভ উদ্বোধন করা হলো ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল।
১৫ এপ্রিল (মঙ্গলবার) সকাল ১০ ঘটিকায় সদরপুর উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া সুলতানা এই ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের শুভ উদ্বোধন ঘোষনা করেন৷
এসময় তিনি বলেন, সদরপুর উপজেলা একটি উন্নত মানের হাসপাতাল অত্যান্ত জরুরী ছিল। আমি আশা করবো সরকারী বিধি বিধান মেনে স্বাস্থ্য সেবা মানুষের দোরগোড়ায় পৌছে দেবে ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল। উপজেলা সদরে এত সুন্দর বেসরকারী হাসপাতাল দেখে আমি আশাবাদী হয়েছি যে মানুষ এই প্রতিষ্ঠানের মাধ্যমে ভাল চিকিৎসা সেবা পাবে৷
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোমিনুর রহমান সরকার বলেন, স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের মৌলিক অধিকার। সামাজিক দায়বদ্ধতা থেকে ন্যাশনাল প্রাইভেট হাসপাতাল মানুষের সঠিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে পারবে বলে আমি আশা করছি। তিনি আরো বলেন,ডিজিটাল যুগে গ্রামীন জনপদে সাধারণ মানুষ ন্যাশনাল হাসপাতালের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা পাবেন এমনই প্রত্যাশা করেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুমিনুর সরকার, সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোফাজ্জেল হোসেন, সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফর,ন্যাশনাল প্রাইভেট হাসপাতালের প্রতিষ্ঠাতা রাজিব হুসাইন, বিভিন্ন শেয়ার হোল্ডার সদস্যগন ছাড়াও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক বৃন্দ।