ভাঙ্গায় সরকারী জায়গা থেকে অবৈধ ভাবে মাটি কেটে বিক্রির দায়ে লাখ টাকা জরিমানা
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলীবেড়া ইউনিয়নে পৃথক স্থানে অভিযান চালিয়ে অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কাটার দায়ে এক লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ) বিকেলে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভাঙ্গা উপজেলার সহকারি কমিশনার ভূমি মিশকাতুল জান্নাত রাবেয়া জরিমানা আদায় করেন। বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা প্রশাসন।
এ সময় উপজেলার পল্লীবেড়া এলাকার মোঃ রাবু খাঁনকে ৫০ হাজার টাকা ও মটরা এলাকার মোঃ সোহেলকে ৫০ হাজার টাকা মোট ১ লাখ টাকা।
আদালত ও এলাকাবাসী সুত্র জানায়, উপজেলার বিভিন্ন এলাকা থেকে ফসলি জমি সহ ও সরকারি খাস জমি থেকে অবৈধ ভাবে একটি চক্র মাটি কেটে বিক্রি করে আসছিল। ফলে ফসিল জমি হুমকি মুখে এবং পরিবেশের মারাত্মক ঝুঁকিতে পড়ে। এ বিষয়ে এলাকাবাসির পক্ষ থেকে উপজেলা প্রশাসনকে মৌখিক ভাবে অভিযোগ করেন ।
এর সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) মিশকাতুল জান্নাত রাবেয়া বলেন, উপজেলার কাওলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও মটরা এলাকায় অবৈধভাবে সরকারি জায়গা থেকে মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। এমন অভিযোগের ভিত্তিতে পৃথক ২টি জায়গায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় উপজেলার কাউলীবেড়া ইউনিয়নের পল্লীবেড়া ও খাটরা এলাকা থেকে মাটি বিক্রেতা দুইজনকে আটক করা হয়। পরে বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন ও পরিবেশ সংরক্ষণ আইনে দুই জনকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করা হয়।
এ বিষয়ে ভাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান বলেন, উপজেলার কাওলীবেড়া ইউনিয়নে পৃথক দুটি সরকারি জায়গা থেকে অবৈধভাবে মাটি বিক্রি করছে একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে মাটি উত্তোলনকারী দুইজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।