সংবাদ শিরোনাম :
সালথায় অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের ড্রেজার মেশিন অকেঁজো
ফরিদপুরের সালথায় কুমার নদে অভিযান চালিয়ে অবৈধ বালু উত্তোলনের সময় ড্রেজার মেশিন অকেঁজো করে দিয়েছেন সালথা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
জানাযায়, রবিবার (০৬ এপ্রিল) বেলা আড়াইটার দিকে উপজেলার খারদিয়া বাজারের পাশে কুমার নদে এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ।
জানা যায়, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পাশে খারদিয়া বাজার সংলগ্ন কুমার নদ থেকে দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে বালু উত্তোলন করে আসছে একটি চক্র।
সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পাশে খারদিয়া বাজার সংলগ্ন কুমার নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে অভিযান পরিচালনা করা হয়। ঘটনাস্থলে অভিযুক্ত বা সংশ্লিষ্ট কাউকে পাওয়া যায়নি। তবে ড্রেজার মেশিনটি অকেঁজো করে দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
ট্যাগস :