ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজবাড়ীর শীর্ষ ডাকাত  বোমা খোরশেদ গ্রেপ্তার

একে আজাদ রাজবাড়ী :
রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে ‘বোমা খোরশেদ’ (৫৯) কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় চারটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় অস্ত্রের মুখে ডাকাতি সংঘটিত হয়, এবং সংশ্লিষ্ট থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোমা খোরশেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এই চারটি ডাকাতি সংঘটিত করে। পরবর্তীতে, ১২ এপ্রিল বিকেল ১টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) শিমুল শেখ, এসআই (নিঃ) শামিম হাজরা, এসআই (নিঃ) হিমাদ্রী হাওলাদার এবং সঙ্গীয় ফোর্স ঢাকার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা, ৫ আনা ১ রতি ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল এবং ২ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট ৮টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে এ চক্রের আরও ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া অন্যান্য ডাকাতদের মধ্যে কালু হাওলাদার ওরফে কালু ডাকাত অন্যতম। তার বিরুদ্ধে একাই ৩২টি মামলা রয়েছে, এবং বাকিদের বিরুদ্ধেও একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
২৬ বার পড়া হয়েছে

রাজবাড়ীর শীর্ষ ডাকাত  বোমা খোরশেদ গ্রেপ্তার

আপডেট সময় ০৮:০৫:০৫ অপরাহ্ন, রবিবার, ১৩ এপ্রিল ২০২৫
রাজবাড়ীতে সংঘটিত একাধিক ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা শীর্ষ ডাকাত সরদার খোরশেদ ওরফে ‘বোমা খোরশেদ’ (৫৯) কে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ডাকাতির লুণ্ঠিত ৪০ হাজার টাকা, স্বর্ণালংকারসহ বেশ কিছু আলামত উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃত খোরশেদ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী হরিণধরা গ্রামের আব্দুল মন্ডলের ছেলে।
রোববার (১৩ এপ্রিল) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।
তিনি জানান, ২০২৪ সালের ২৬ নভেম্বর থেকে ২০২৫ সালের ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়কালে রাজবাড়ী সদর ও বালিয়াকান্দি থানায় চারটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে। প্রতিটি ঘটনায় অস্ত্রের মুখে ডাকাতি সংঘটিত হয়, এবং সংশ্লিষ্ট থানায় ৩৯৫/৩৯৭ ধারায় মামলা রুজু করা হয়।
ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) শরীফ আল রাজীব, পিপিএম-সেবা এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল তদন্তে নামে। তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বোমা খোরশেদের নেতৃত্বে একটি সংঘবদ্ধ ডাকাত চক্র এই চারটি ডাকাতি সংঘটিত করে। পরবর্তীতে, ১২ এপ্রিল বিকেল ১টা ৫০ মিনিটে রাজবাড়ী জেলা ডিবি পুলিশের এসআই (নিঃ) শিমুল শেখ, এসআই (নিঃ) শামিম হাজরা, এসআই (নিঃ) হিমাদ্রী হাওলাদার এবং সঙ্গীয় ফোর্স ঢাকার আশুলিয়ার ইসলাম নগর বাজার এলাকায় অভিযান চালিয়ে খোরশেদকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৪০ হাজার টাকা, ৫ আনা ১ রতি ওজনের ১ জোড়া স্বর্ণের কানের দুল এবং ২ আনা ওজনের ১টি স্বর্ণের আংটি উদ্ধার করা হয়।
পুলিশ সুপার আরও জানান, গ্রেপ্তার হওয়া খোরশেদের বিরুদ্ধে রাজবাড়ী ও অন্যান্য জেলার বিভিন্ন থানায় মোট ৮টি ডাকাতি মামলা বিচারাধীন রয়েছে। এর আগে এ চক্রের আরও ৬ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ২ জন বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
উল্লেখ্য, গ্রেপ্তার হওয়া অন্যান্য ডাকাতদের মধ্যে কালু হাওলাদার ওরফে কালু ডাকাত অন্যতম। তার বিরুদ্ধে একাই ৩২টি মামলা রয়েছে, এবং বাকিদের বিরুদ্ধেও একাধিক ডাকাতি মামলা চলমান রয়েছে।