সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় পানিতে ডুবে প্রান গেল শিশুর
ভাঙ্গায় কুমার নদের পানিতে পড়ে লাবিব (৪) নামক এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চৌকিঘাটা গ্রামে বৃহস্পতিবার (১২ জুন) দুপুর সাড়ে ১২ টার দিকে। লাবিব ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের সরইবাড়ি গ্রামের মৃত লোকমান শেখের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার শিশুটি মায়ের সাথে তার খালু বাড়ি উপজেলার ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের হাসমত শেখের বাড়িতে বেড়াতে আসে। হাসমত শেখ শিশুটির খালু হয়। বৃহস্পতিবার দুপুরের আগে সবার অজান্তে শিশুটি বাড়ির পাশে কুমার নদে নেমে পড়ে। পরে পরিবারের লোকজন শিশুটিকে অর্ধ- ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘারুয়া ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মোশাররফ হোসেন বলেন, কুমার নদের পানিতে পড়ে শিশুটি মারা যায়।
ট্যাগস :