ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরপুরে জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত ঢাকার মাইলইস্টোনে নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: নায়াবা ইউসুফ ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের  শোক র‍্যালি অনুষ্ঠিত  সালথায় ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গায় বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৫ জন নিহতের ঘটনার ১৭ দিন পর বাস চালক গ্রেফতার  ইউনিয়নের সভাপতি সম্পাদকের ভোটে উপজেলা বিএনপির নেতা নির্বাচিত হবেন ফরিদপুরে ইটভাটায় ৮ লাখ টাকা দাবি, না পেয়ে প্রবেশপথ আটকিয়ে দেয়ার অভিযোগ ফরিদপুরে কিশোরদের মাধ্যমে মাদক বিক্রিকালে যৌথ বাহিনীর অভিযানে আটক -১ সালথায় নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

সালথা কৃষক মোশাররফ হাতুড়ি পিটানিতে গুরুত্বর আহত

নিজেস্ব প্রতিনিধি ফরিদপুর।

ফরিদপুরের সালথা উপজেলার নারায়ণপুর মোড়ে হাতুড়ি পিটানিতে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মোশাররফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি,। সে সালথা উপজেলার নারানপুর গ্রামের সাহেদ মাতুববর পুত্র।

জানা গেছে, আজ সন্ধ্যা অনুমান ৬ দিকে উপজেলা নারায়ণপুর গ্রামের নারানপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারানপুর গ্রামের যুবক বয়সের ৮-১০ জন ব্যক্তি একই গ্রামের মোশাররফ হোসেন (৪০) নামের ব্যক্তিকে অর্তকিত ভাবে হামলা চালিয়ে  গুরুত্বর আহত করে।

মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানায়, গত বেশ কিছুদিন ধরে স্থানীয় জাহিদ মাতুববর ও রফিক মাতুববর মাতুব্বর গ্রাম্য দলপক্ষের কারনে তাকে হামলা করার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।

এরই জের ধরে আজ সন্ধ্যা অনুমা ৬ টার দিকে জাহিদ মাতুবরের সমার্থক নারানপুর গ্রামের নাহিদ- পিতা হারুন, সোহাগ -পিতা রাজু মাতুববর, সুমন – পিতা ধলা মাতুববর, মিজান -পিতা নুন্ন মাতুববর সহ যুবক বয়সের ৮-১০ জন লোক মোশাররফকে অতর্কিতভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারপিট করে গুরুত্ব আহত করে। মোশাররফ হোসেন স্থানীয় ভূলু মাতুবরের সমার্থক।

এদিকে হামলার ঘটনা প্রসঙ্গে জাহিদ মাতুববর জানান, নারানপুরের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা, এই মোশাররফ কে চিনিও না। আমি এই হামলার নিন্দা জানায়। যারা হামলার ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি নাই।

এবিষয় সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন নারানপুরের একটি ঘটনা অবগত হয়েছি। কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

 

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১২:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫
৩৪৭ বার পড়া হয়েছে

সালথা কৃষক মোশাররফ হাতুড়ি পিটানিতে গুরুত্বর আহত

আপডেট সময় ১২:০৬:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫

ফরিদপুরের সালথা উপজেলার নারায়ণপুর মোড়ে হাতুড়ি পিটানিতে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মোশাররফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি,। সে সালথা উপজেলার নারানপুর গ্রামের সাহেদ মাতুববর পুত্র।

জানা গেছে, আজ সন্ধ্যা অনুমান ৬ দিকে উপজেলা নারায়ণপুর গ্রামের নারানপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নারানপুর গ্রামের যুবক বয়সের ৮-১০ জন ব্যক্তি একই গ্রামের মোশাররফ হোসেন (৪০) নামের ব্যক্তিকে অর্তকিত ভাবে হামলা চালিয়ে  গুরুত্বর আহত করে।

মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানায়, গত বেশ কিছুদিন ধরে স্থানীয় জাহিদ মাতুববর ও রফিক মাতুববর মাতুব্বর গ্রাম্য দলপক্ষের কারনে তাকে হামলা করার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।

এরই জের ধরে আজ সন্ধ্যা অনুমা ৬ টার দিকে জাহিদ মাতুবরের সমার্থক নারানপুর গ্রামের নাহিদ- পিতা হারুন, সোহাগ -পিতা রাজু মাতুববর, সুমন – পিতা ধলা মাতুববর, মিজান -পিতা নুন্ন মাতুববর সহ যুবক বয়সের ৮-১০ জন লোক মোশাররফকে অতর্কিতভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারপিট করে গুরুত্ব আহত করে। মোশাররফ হোসেন স্থানীয় ভূলু মাতুবরের সমার্থক।

এদিকে হামলার ঘটনা প্রসঙ্গে জাহিদ মাতুববর জানান, নারানপুরের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা, এই মোশাররফ কে চিনিও না। আমি এই হামলার নিন্দা জানায়। যারা হামলার ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি নাই।

এবিষয় সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন নারানপুরের একটি ঘটনা অবগত হয়েছি। কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।