ঢাকা ০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫, ৭ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফরিদপুরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মেয়র প্রার্থী কে এম নাজমুলের উদ্যোগে দোয়া মাহফিল সালথায় এন সি পি-র মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ: ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত ফরিদপুরে আজকের সারাদেশ হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন  চট্টগ্রাম সাংবাদিক উন্নয়ন পরিষদের ১০ বছর পূর্তি বর্ষ উদযাপন ফমেক হাসপাতালে কর্মবিরতিতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা, ভোগান্তিতে রোগীরা বৈষম্য নয়, বাস্তবায়নের দাবি এমপিওভূক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ইসলামী দলগুলোর পাথর দিয়ে মানুষ মারা ও চাঁদাবাজি-টেন্ডারবাজির বদনাম নাই: জনসভায় খেলাফত মজলিসের প্রার্থী ফরিদপুরে বাইসো-এর কর্মশালা: কৌতুহলবশত সাইবার অপরাধে জড়াচ্ছে যুবসমাজ ফরিদপুরে দুর্বৃত্তদের দিয়ে বসতঘর ভাঙচুর, ভিডিও করায় সাংবাদিককে পিটিয়ে আহত

ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজেস্ব প্রতিনিধি:

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; hdrForward: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: auto;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 35;

ফরিদপুরে  ‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ দেশনেত্রী ‌ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‌ এবং ‌ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ‌ ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌ আজ  শনিবার সরকারি রাজেন্দ্র কলেজের মুক্তমঞ্চে আলোচনা সভা ‌ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‌
চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে ‌ এ উপলক্ষে ‌আলোচনা সভায় বক্তব্য রাখেন ‌ চৌধুরী ‌কামাল ইউসুফের ‌ কন্যা ‌ও ফরিদপুর সদর ৩ আসনের ‌ বিএনপি মনোনীত প্রার্থী ‌ সংসদ সদস্য পদপ্রার্থী ‌ চৌধুরী নায়ার ইউসুফ ‌, ফরিদপুর  ‌ ৪  আসনের ‌ বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী ‌ ‌ শহিদুল ইসলাম বাবুল,  ফরিদপুর সদর  আসনের ‌১ আসনের ‌ বিএনপি মনোনীত সংসদ সদস্য ‌ ‌ প্রার্থী ‌ নাসিরুল ইসলাম নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক  এম এ সামাদ, ‌‌জেলা বিএনপির ‌ আহবায়ক ‌ অ্যাডভোকেট সৈয়দ ‌‌‌ মোদাররেস ‌ আলী ঈসা, ‌ সদস্য সচিব একে কিবরিয়া স্বপন‌ ময়েজ মনজিল পরিবারের সদস্য ‌ আমির ইউসুফ
ফরিদপুর জেলা বিএনপি
সিনিয়র যুগ্ন আহ্বায়ক ‌ আফজাল হোসেন খান পলাশ ‌, জেলা বিএনপি র সদস্য ‌ অ্যাডভোকেট ‌ ‌ আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির আহবায়ক ‌ এএফএম কাইয়ুম জঙ্গি ‌, সদস্য সচিব ‌ গোলাম মোস্তফা মিরাজ ‌ বিশিষ্ট চিকিৎসক ‌ ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম ‌, বিএনপি নেতা ‌ মোঃ আব্দুল লতিফ ‌, অ্যাডভোকেট ‌ আশুতোষ টিকাদার শীতল।
 সভায় বক্তারা ‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ‌ জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করে বলেন। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। ‌ সুখে দুঃখে ‌ মানুষের পাশে থেকেছেন।
‌তিনি সবার কাছে ‌ শ্রদ্ধার পাত্র ছিলেন ‌সাধারণ মানুষ তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করতেন। বক্তারা বলেন ‌ আগামী ২৫ ডিসেম্বর ‌‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক ‌‌ তারেক রহমান ‌ বাংলাদেশে আসছেন ‌।
আমরা তার এই আগমনকে ‌ স্বাগত জানাই। আর তাই ‌ আগামী দিনে ‌তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 অনুষ্ঠানের পরবর্তী পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও  চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে ‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ‌ দরগা জামে মসজিদের ‌ পেশ ইমাম ‌ আবুল কালাম আজাদ।
এর পূর্বে ‌ কামাল ইউসুফ  স্মারক গ্রন্থ পুস্তকের মোড়ক উম্মোচন করেন ‌ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ১০:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
৪২ বার পড়া হয়েছে

ফরিদপুরে ‌‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ ‌ স্মৃতি সংসদের উদ্যোগ ‌ ‌‌ আলোচনা সভা ‌ও‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ১০:৫৮:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫
ফরিদপুরে  ‌ চৌধুরী ‌ কামাল ইউসুফ স্মৃতি সংসদের উদ্যোগে ‌ দেশনেত্রী ‌ বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ‌ এবং ‌ মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের ‌ ৫ ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‌ আজ  শনিবার সরকারি রাজেন্দ্র কলেজের মুক্তমঞ্চে আলোচনা সভা ‌ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ‌
চৌধুরী কামাল ইউসুফ স্মৃতি সংসদের সভাপতি প্রফেসর এবিএম সাত্তারের সভাপতিত্বে ‌ এ উপলক্ষে ‌আলোচনা সভায় বক্তব্য রাখেন ‌ চৌধুরী ‌কামাল ইউসুফের ‌ কন্যা ‌ও ফরিদপুর সদর ৩ আসনের ‌ বিএনপি মনোনীত প্রার্থী ‌ সংসদ সদস্য পদপ্রার্থী ‌ চৌধুরী নায়ার ইউসুফ ‌, ফরিদপুর  ‌ ৪  আসনের ‌ বিএনপি মনোনীত প্রার্থী সংসদ সদস্য পদপ্রার্থী ‌ ‌ শহিদুল ইসলাম বাবুল,  ফরিদপুর সদর  আসনের ‌১ আসনের ‌ বিএনপি মনোনীত সংসদ সদস্য ‌ ‌ প্রার্থী ‌ নাসিরুল ইসলাম নাসির, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক  এম এ সামাদ, ‌‌জেলা বিএনপির ‌ আহবায়ক ‌ অ্যাডভোকেট সৈয়দ ‌‌‌ মোদাররেস ‌ আলী ঈসা, ‌ সদস্য সচিব একে কিবরিয়া স্বপন‌ ময়েজ মনজিল পরিবারের সদস্য ‌ আমির ইউসুফ
ফরিদপুর জেলা বিএনপি
সিনিয়র যুগ্ন আহ্বায়ক ‌ আফজাল হোসেন খান পলাশ ‌, জেলা বিএনপি র সদস্য ‌ অ্যাডভোকেট ‌ ‌ আলী আশরাফ নান্নু, মহানগর বিএনপির আহবায়ক ‌ এএফএম কাইয়ুম জঙ্গি ‌, সদস্য সচিব ‌ গোলাম মোস্তফা মিরাজ ‌ বিশিষ্ট চিকিৎসক ‌ ডাক্তার মুস্তাফিজুর রহমান শামীম ‌, বিএনপি নেতা ‌ মোঃ আব্দুল লতিফ ‌, অ্যাডভোকেট ‌ আশুতোষ টিকাদার শীতল।
 সভায় বক্তারা ‌ চৌধুরী কামাল ইবনে ইউসুফের ‌ জীবন ও কর্ম তুলে ধরে আলোচনা করে বলেন। তিনি সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করে গেছেন। ‌ সুখে দুঃখে ‌ মানুষের পাশে থেকেছেন।
‌তিনি সবার কাছে ‌ শ্রদ্ধার পাত্র ছিলেন ‌সাধারণ মানুষ তাকে ভালোবাসত এবং শ্রদ্ধা করতেন। বক্তারা বলেন ‌ আগামী ২৫ ডিসেম্বর ‌‌ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‌ দেশ নায়ক ‌‌ তারেক রহমান ‌ বাংলাদেশে আসছেন ‌।
আমরা তার এই আগমনকে ‌ স্বাগত জানাই। আর তাই ‌ আগামী দিনে ‌তারেক রহমানের নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
 অনুষ্ঠানের পরবর্তী পর্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা ও  চৌধুরী কামাল ইউসুফের রুহের মাগফেরাত কামনা করে ‌ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের দোয়া পরিচালনা করেন ‌ দরগা জামে মসজিদের ‌ পেশ ইমাম ‌ আবুল কালাম আজাদ।
এর পূর্বে ‌ কামাল ইউসুফ  স্মারক গ্রন্থ পুস্তকের মোড়ক উম্মোচন করেন ‌ আমন্ত্রিত অতিথিবৃন্দ।