পাংশায় পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন
রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের ওসি মোহাম্মদ সালাউদ্দিন, এসআই হিমাদ্রী হাওলাদার ও একজন সহযোগীর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করায় সচেতন নাগরিক সমাজের ব্যানারে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন।
সোমবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় পাংশা পৌর শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। পাংশার সচেতন সমাজ ও সর্বস্তরের জনগণের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে যুবদল নেতা খলিলুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পাংশা জিয়া পরিষদের সভাপতি এম.এ. জিন্নাহ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক, মাছপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিপু মিয়া, পাংশা বাজার বণিক সমিতির সম্পাদক দেলোয়ার সরদার, জেলা ছাত্রদল নেতা সজীব রাজা প্রমুখ।
বক্তারা বলেন, “পুলিশের কাছে অনৈতিক সুবিধা না পেয়ে একটি মহল ষড়যন্ত্র করে পুলিশের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং মামলাটি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানাচ্ছি। পাংশা থানায় এই ওসি আসার পর এলাকার আইনশৃঙ্খলা ভালো রয়েছে, মানুষ শান্তিতে বসবাস করছে, আমরা আমাদের প্রয়োজনে এই প্রতিবাদ সভা থেকে পুলিশের বিরুদ্ধে যন্ত্রমূলক মামলা প্রত্যাহার দাবি করছি।
গত ২২ মার্চ সকালে পারনারায়ণপুর এলাকার এক তরুণী নিখোঁজ হন। পরে তরুণীর মায়ের দায়েরকৃত অপহরণ মামলায় ২ এপ্রিল এসআই হিমাদ্রী হাওলাদারের অভিযানে তাকে উদ্ধার করা হয়। কিন্তু ৬ এপ্রিল আপহরণ মামলার ৫ নম্বর আসামি রিমা আক্তার রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাংশা থানার ওসি সহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ করেন।
সেখানে বলা হয় ২ এপ্রিল রাতে ওসি সালাউদ্দিনের নির্দেশে পুলিশ তার বাড়িতে গিয়ে ধর্ষণচেষ্টা করে এবং তাকে থানায় নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে। পরে ঘুষ নিয়ে তাকে মুক্তি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।
ঘটনার পর থেকে পাংশা এলাকায় জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। স্থানীয় বিভিন্ন স্তরের মানুষ এই অভিযোগকে “অবাঞ্ছিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে মানববন্ধনে অংশ নেন।