সালথার সাংবাদিকদের সাথে মেজর অব: গোলাম হায়দারের মতবিনিময়
ফরিদপুরের সালথা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন অব: সেনা অফিসার মেজর মো: গোলাম হায়দার। তিনি ১১ এপ্রিল শুক্রবার বিকেল পাঁচটার দিকে তার নিজ বাসভবন নগরকান্দায় ফাইটার্স হোপে এই মত সভা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সালথা প্রেসক্লাব সভাপতি ও দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক সেলিম মোল্লা, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক কালেরকন্ঠ প্রতিনিধি নুরুল ইসলাম সহ সালথা উপজেলা কর্মরত সাংবাদিকগন ।
এ সময় অব: মেজর গোলাম হায়দার আলাপ কালে সাংবাদিকদের বলেন আমি কোন রাজনৈতিক দলের নেতা কর্মী না। আমি অবসরপ্রাপ্ত একজন সেনা অফিসার অবসার কালীন সময় মানুষের ভাল কাজে এবং জনস্বার্থে আমি কাজ করে যাচ্ছি।
প্রতিদিনই সালথা নগরকান্দার বিভিন্ন স্থান থেকে সাধারন মানুষ কেউ না কেউ আসে, আমি আমার মত যতটুকু পারি তাদের সঠিক পরামূশ্য দিচ্ছি।
আমি মানুষের অধিকার আদায়ের স্বার্থে কাজ করে যাচ্ছি। তাই জনস্বার্থে কাজ করার লক্ষ্যে আপনাদের সহযোগিতার প্রয়োজন। আপনারা সঠিক তথ্য দিয়ে আমাকে সহযোগিতা করেন। আমরা একটা মিডিল জায়গায় থেকে জনগণের কল্যানে কাজ করতে পারি বা তাদের অধিকার আদায়ের সঠিক কথাটি বলতে পারি।
সেই কারনে আমি সালথা ও নগরকান্দা একটি টিম গঠন করতে চাচ্ছি। প্রত্যেকটি উপজেলা ৯৫ জন বা ইউনিয়নে পাঁচজন, প্রতিটি গ্রামে ১০ করে টিম গঠন করতে যাচ্ছি। তাদের নিয়ে আমরা জনগনের ভাল কাজে অংশ গ্রহন করবো।
সরকারি বিভিন্ন কাজে আমরা সহযোগিতা করতে পারি, সরকার থেকে কেন বরাদ্দ যাতে সঠিক লোকটি পায় সেখানে আমরা ভূমিকা রাখতে পারি। এ ব্যাপারে আমি দুটি উপজেলার ইউএনও দেন সাথে কথা বলেছি। এসময় আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলার দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি মনির মোল্লা দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি সাইফুল ইসলাম, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক দিনকাল পত্রিকার প্রতিনিধি এফ এম আজিজুর রহমান, লিয়াকত হোসেন, দৈনিক মানবকন্ঠ প্রতিনিধি শরিফুল হাসান, দৈনিক নওরোজ প্রতিনিধি জাকির হোসেন,দৈনিক কালবেলা প্রতিনিধি আকাশ সাহা, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি বিধান মন্ডল, দৈনিক আলোর সময় লাবলু মিয়া প্রমূখ্য।