সালথা কৃষক মোশাররফ হাতুড়ি পিটানিতে গুরুত্বর আহত
ফরিদপুরের সালথা উপজেলার নারায়ণপুর মোড়ে হাতুড়ি পিটানিতে গুরুত্বর আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কৃষক মোশাররফ হোসেন (৪০) নামে এক ব্যক্তি,। সে সালথা উপজেলার নারানপুর গ্রামের সাহেদ মাতুববর পুত্র।
জানা গেছে, আজ সন্ধ্যা অনুমান ৬ দিকে উপজেলা নারায়ণপুর গ্রামের নারানপুর রাস্তার মোড়ে এই হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, নারানপুর গ্রামের যুবক বয়সের ৮-১০ জন ব্যক্তি একই গ্রামের মোশাররফ হোসেন (৪০) নামের ব্যক্তিকে অর্তকিত ভাবে হামলা চালিয়ে গুরুত্বর আহত করে।
মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানায়, গত বেশ কিছুদিন ধরে স্থানীয় জাহিদ মাতুববর ও রফিক মাতুববর মাতুব্বর গ্রাম্য দলপক্ষের কারনে তাকে হামলা করার জন্য বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছে।
এরই জের ধরে আজ সন্ধ্যা অনুমা ৬ টার দিকে জাহিদ মাতুবরের সমার্থক নারানপুর গ্রামের নাহিদ- পিতা হারুন, সোহাগ -পিতা রাজু মাতুববর, সুমন – পিতা ধলা মাতুববর, মিজান -পিতা নুন্ন মাতুববর সহ যুবক বয়সের ৮-১০ জন লোক মোশাররফকে অতর্কিতভাবে হাতুড়ি ও লোহার রড দিয়ে মারপিট করে গুরুত্ব আহত করে। মোশাররফ হোসেন স্থানীয় ভূলু মাতুবরের সমার্থক।
এদিকে হামলার ঘটনা প্রসঙ্গে জাহিদ মাতুববর জানান, নারানপুরের ঘটনা সম্পর্কে আমি কিছুই জানিনা, এই মোশাররফ কে চিনিও না। আমি এই হামলার নিন্দা জানায়। যারা হামলার ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে আমার কোন আপত্তি নাই।
এবিষয় সালথা থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন নারানপুরের একটি ঘটনা অবগত হয়েছি। কেউ অভিযোগ নিয়ে আসে নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।