ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অগাস্ট ২০২৫, ৬ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সদরপুরে জুলাই পূনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ অনুষ্ঠিত ঢাকার মাইলইস্টোনে নিহত শিশুদের আত্মার মাগফিরাত কামনায় ফরিদপুরে দোয়া মাহফিল অনুষ্ঠিত যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: নায়াবা ইউসুফ ফরিদপুরে বাংলাদেশ মহিলা পরিষদের  শোক র‍্যালি অনুষ্ঠিত  সালথায় ‘জুলাই পুনর্জাগরণ’ শপথ ও আলোচনা সভা অনুষ্ঠিত ভাঙ্গায় বাসের ধাক্কায় মাহিন্দ্রের ৫ জন নিহতের ঘটনার ১৭ দিন পর বাস চালক গ্রেফতার  ইউনিয়নের সভাপতি সম্পাদকের ভোটে উপজেলা বিএনপির নেতা নির্বাচিত হবেন ফরিদপুরে ইটভাটায় ৮ লাখ টাকা দাবি, না পেয়ে প্রবেশপথ আটকিয়ে দেয়ার অভিযোগ ফরিদপুরে কিশোরদের মাধ্যমে মাদক বিক্রিকালে যৌথ বাহিনীর অভিযানে আটক -১ সালথায় নানা বাড়িতে এসে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু 

যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: নায়াবা ইউসুফ

নিজেস্ব প্রতিনিধি:

 

ফরিদপুরের আলিপুর যুব  সমাজ ‌ আয়োজিত টি ,১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে ‌ আলিপুরের ‌ প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে ‌ কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড ‌ দল, ‌৭ উইকেটে রাজবাড়ীর  সুজন মালিক স্পোটিং ক্লাব ‌ দলকে ‌ পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ম আহবায়ক ‌‌চৌধুরী নায়াব ইউসুফ ও বিশেষ অতিথি ‌ ছিলেন ‌ ব্যবসায়ী রাজনীতিবিদ  ও সমাজসেবক  ফারিয়ান ইউসুফ সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ‌ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ‌ ব্যক্তিবর্গ ‌ উপস্থিত অনেক দশর্কবিন্দু।
এসময় প্রধান অতির্থী চৌধুরী নায়াবা ইউসুফ বলেন খেলাধুলার  মাধ্যমে যুব সমাজকে ‌ সঠিক পথে ধরে আনা সম্ভব। ‌ যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।তাই নিয়মিত খেলা  অনুষ্ঠিত করতে হবে বলে। ঠিকমতো খেলাধুলা  না হবার কারণে ‌ বর্তমান যুব সমাজ ‌‌ ফেসবুকের দিকে ঝুঁকে পড়েছে, ‌‌ মোবাইলের গেমের দিকে ঝুকে পড়ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ‌ মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন ‌। খেলাধুলার বিকল্প নেই, এসময় বক্তরা পুরুষ দর্শকদের পাশাপাশি ‌ মহিলা দর্শকদের মাঠে আগমনে স্বাগত  জানান। টুর্নামেন্টেটির আয়োজনে ছিলেন ‌ মাহমুদুল হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মোঃ হামজা বারী, মোহাম্মদ মেহেদী ‌, মোহাম্মদ টিটন ‌ মোহাম্মদ জহির প্রমূখ। মোট ১৬ টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে গত ‌১৫ ই এপ্রিল হতে ‌‌এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। খেলার মধ্যে বিরতির সময় ‌ঢাকার ‌মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ‌ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‌ এক মিনিট নীরবতা পালন করা হয় ‌। টুর্নামেন্ট শেষে ‌ বিজয়ী দলের ‌ গুল্টিকে ম্যান অব দ্যা ম্যাচ ‌ এবং রানার আপ রাজবাড়ী সুজন মালিক দলের ইকবাল কে ‌প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। খেলা শেষে ‌
চ্যাম্পিয়ন দলের হাতে ‌ ৫০০০০ টাকা ও ট্রফি এবং রানার দলকে ৩০০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৮:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫
৬৩ বার পড়া হয়েছে

যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম: নায়াবা ইউসুফ

আপডেট সময় ০৮:৫০:২৪ অপরাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫

 

ফরিদপুরের আলিপুর যুব  সমাজ ‌ আয়োজিত টি ,১০ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গতকাল শুক্রবার বিকেলে ‌ আলিপুরের ‌ প্রজেক্ট মাঠে অনুষ্ঠিত হয়েছে।

এতে ‌ কুষ্টিয়ার এএমসি ইঞ্জিনিয়ারিং লিমিটেড ‌ দল, ‌৭ উইকেটে রাজবাড়ীর  সুজন মালিক স্পোটিং ক্লাব ‌ দলকে ‌ পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।

এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ‌ উপস্থিত ছিলেন ‌ বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের যুগ্ম আহবায়ক ‌‌চৌধুরী নায়াব ইউসুফ ও বিশেষ অতিথি ‌ ছিলেন ‌ ব্যবসায়ী রাজনীতিবিদ  ও সমাজসেবক  ফারিয়ান ইউসুফ সহ স্থানীয় বিএনপি ও তার অঙ্গ সংগঠনের ‌ নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ‌ ব্যক্তিবর্গ ‌ উপস্থিত অনেক দশর্কবিন্দু।
এসময় প্রধান অতির্থী চৌধুরী নায়াবা ইউসুফ বলেন খেলাধুলার  মাধ্যমে যুব সমাজকে ‌ সঠিক পথে ধরে আনা সম্ভব। ‌ যুব সমাজের নৈতিক অবক্ষয় রোধে খেলাধুলার গুরুত্ব অপরিসীম।তাই নিয়মিত খেলা  অনুষ্ঠিত করতে হবে বলে। ঠিকমতো খেলাধুলা  না হবার কারণে ‌ বর্তমান যুব সমাজ ‌‌ ফেসবুকের দিকে ঝুঁকে পড়েছে, ‌‌ মোবাইলের গেমের দিকে ঝুকে পড়ছে। এখান থেকে বেরিয়ে আসতে হবে। ‌ মানসিক উৎকর্ষের জন্য খেলাধুলা প্রয়োজন ‌। খেলাধুলার বিকল্প নেই, এসময় বক্তরা পুরুষ দর্শকদের পাশাপাশি ‌ মহিলা দর্শকদের মাঠে আগমনে স্বাগত  জানান। টুর্নামেন্টেটির আয়োজনে ছিলেন ‌ মাহমুদুল হাসান, মোহাম্মদ রিয়াদ, একরামুজ্জামান প্রতীক, মোঃ হামজা বারী, মোহাম্মদ মেহেদী ‌, মোহাম্মদ টিটন ‌ মোহাম্মদ জহির প্রমূখ। মোট ১৬ টি দলকে নিয়ে নক আউট পদ্ধতিতে গত ‌১৫ ই এপ্রিল হতে ‌‌এই টুর্নামেন্ট শুরু হয়েছিল। খেলার মধ্যে বিরতির সময় ‌ঢাকার ‌মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান দুর্ঘটনায় ‌ নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‌ এক মিনিট নীরবতা পালন করা হয় ‌। টুর্নামেন্ট শেষে ‌ বিজয়ী দলের ‌ গুল্টিকে ম্যান অব দ্যা ম্যাচ ‌ এবং রানার আপ রাজবাড়ী সুজন মালিক দলের ইকবাল কে ‌প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট ঘোষণা করা হয়। খেলা শেষে ‌
চ্যাম্পিয়ন দলের হাতে ‌ ৫০০০০ টাকা ও ট্রফি এবং রানার দলকে ৩০০০০ টাকা ও ট্রফি প্রদান করা হয়।