ফরিদপুরের গঙ্গবদী এলাকায় সড়ক দুর্ঘটনায় সালমা বেগম (৫৫) নামে এক মহিলার মৃত্যু ঘটেছে।
জানা গেছে, ফরিদপুর কোতোয়ালি থানাধীন ঢাকা-খুলনা মহাসড়কের পূর্ব গঙ্গাবর্দী এলাকায় আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাস্তা পারাপার হওয়া কালে অজ্ঞাত গাড়ির ধাক্কায় সালমা বেগম(৫৫) স্বামী-ইউসুফ আলী শেখ মারাত্মক আহত হয়।
আহত সালমা বেগম কে স্থানীয় লোকজন উদ্ধার করে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে রাত আটটার দিকে
কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।