যুবদল নেতা মাহাবুবুল হাসান ভূইয়া পিংকুর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত
তারেক রহমানের আকুতি সুন্দর একটি বাংলাদেশ গড়তে হবে: যুবদল নেতা পিংকু
ফরিদপুরে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ও ফরিদপুর-৩ আসনে সংসদ সদস্য পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মাহাবুবুল হাসান ভূইয়া পিংকু বলেন আমাদের প্রিয় নেতা তারেক রহমানের আকুতি সুন্দর একটি বাংলাদেশ করতে হবে।
বিগত দিনে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, আমরা যেন উৎশৃঙ্খলা না করি। প্রকৃত জয় এখনো আমাদের আসে নেই। আগামী দিনে জনগণের ভোটের মাধ্যমে আমরা এই দেশটাকে গড়তে চাই।
বাংলাদেশে যে রাজনীতি চলছে, গত সাত মাসে কোন স্থিতিশীল হতে পারছি না। প্রতিদিনই কোন না কোন দুঃসংবাদ পাচ্ছি। দেশের আইন-শৃঙ্খলা বাহিনীকে আমাদের সহযোগিতা করতে হবে।
তাই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমি সারা দেশের বিএনপি নেতাকর্মীদের বলতে চাই, আসেন আমরা প্রিয় নেতা তারেক রহমান হাতকে শক্তিশালী করি এবং সুস্থ ধারার রাজনীতি করি।
বাংলাদেশে শান্তি-শৃঙ্খলা রক্ষা করি, যাতে সুন্দর বাংলাদেশ গড়ে ওঠে। কেউ অহংকার করবেন না, অহংকার একমাত্র আল্লাহর। দলীয় নেতা কর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, আমরা যদি পতিত ফ্যাসিস্ট সরকারের নেতা কর্মীদের মতো আচরণ করি তাহলে আমাদের অবস্থাও আওয়ামী লীগের মতোই হবে।
মাহাবুবুল হাসান ভূইয়া পিংকুর উদ্যোগে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হাজি শরিয়াতুল্লাহ বাজার সংলগ্ন তার নিজ বাড়িতে দলীয় নেতাকর্মী এবং সাংবাদিকদের নিয়ে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত এসব কথা বলেন পিংকু।
এসময় বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা শেষ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ূ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। এতে ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।