পাংশায় সড়ক দূর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু
পাংশার পাট্টায় ব্যাটারী চালিত ভ্যানের ধাক্কায় আয়শা(৪) নামে শিশুটির সড়ক দূর্ঘটনায় মৃত্যু। জানাযায়,রাজবাড়ী জেলাধীন পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তায় খেলতে সড়ক দুর্ঘটনায় ভ্যানের ধাক্কায় শিশুটির মৃত্যু হয়। নিহত আয়শা (৪) ইউনিয়নের পাট্টা গ্রামের মিলন বিশ্বাসের ছেলে আশিকের কন্যা। প্রত্যক্ষদর্শীরা জানান আশিকের বাড়িটি পাকা রাস্তা সংলগ্ন হওয়ায় আয়শা, বাড়ির ভিতরে খেলতে খেলতে হঠাৎ দৌড়ে রাস্তার উপরে চলে আসে। এসময় একটি ব্যাটারী চালিত ভ্যান শিশুটিকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। পরিবারের লোকজন দৌড়ে এসে শিশুটিকে উদ্ধার করার আগেই ঘাতক ভ্যানটি দ্রুত পালিয়ে যায়। পরিবারের লোকজন এসে শিশুটিকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথেই মৃত্যু বরন করে শিশুটি । একমাত্র শিশুকে হাড়িয়ে পাগল প্রায় শিশুটির পিতা মাতা সহ পরিবারের লোকজন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ খবর পাওয়া পযর্ন্ত ভ্যান গাড়িটি সনাক্ত করার চেষ্টা চলছে।