দল বল নির্বিশেষে সকলে মিলেমিশে থাকতে হবে:- শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়দ ইসলাম রিঙ্কু বলেছেন, দল বল নির্বিশেষে সকলে মিলেমিশে থাকতে হবে। যদি কেউ অন্যায় করে প্রশাসন তার ব্যবস্থা নিবেন। কেউ যদি বিএনপি’র কোন কর্মীর উপর হামলা করলে, ছাড় দেয়া হবে না, আমরা আইনের আশ্রয় নেব। বিএনপি কারো উপর নির্যাতন করতে চায় না।
এখানে বিএনপির আমাদের দলের কর্মীরা আছেন, আমি বলব। গতকাল এই মাঝারদিয়া এলাকায় যে ঘটনা ঘটেছে, তা খবই নেক্কার জনক। মাঝারদিযার চেয়ারম্যান আফসার সাহেব আওয়ামী লীগ করে তার ব্যাপারে কথা নেই। তবে, তিনি একজন অসহায় লোকের উপর হামলা করেছেন, এই ঘটনা খুবই ন্যাক্কারজন জনক।
এ সময় রিঙ্কু আরও বলেন, সালথায় আমরা শান্তিতে স-অবস্থায় থাকতে চাই। যদি কেউ শান্তি নষ্ট করার চেষ্টা করে, প্রশাসন ছাড় দেবেন না, এটাই আমার কথা। সালথায় আওয়ামী লীগ- বিএনপি সংঘর্ষে ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করলেন শ্যামা ওবায়েদ রিংকু এসব কথা বলেন।
আজ শুক্রবার বিকেল চারটায় দিকে সালথা উপজেলার মুরাটিয়া গ্রামে সংঘর্ষে আহত ও ক্ষতিগ্রস্থদের বাড়িঘর পরিদর্শন করেন। এর পর তিনি সোনাপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্ন মেম্বারের বাড়িতে ও উপজেলার আটঘর ওগট্রিতে পথ সভা বক্তব্য রাখেন। মেম্বর গট্রি পথসভায় বক্তব্য কালে শ্যামা ওবায়েদ রিঙ্ক বলেন, আপনাদের ভুলে গেলে চলবে না। এই সালথা উপজেলা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সালথা একটি মডেল উপজেলা করতে হবে। বিগত দিনে লুটপাট হয়েছে, কোন কাজ হয়নি। আপনার ঐক্যবদ্ধ থাকেন এই সালথা মডেল উপজেলা হবে, এখানে ব্যবসা-বাণিজ্য হবে, চাকরি হবে, নারীদের নিরাপত্তা থাকবে।
উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহীন মাতুব্বর, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাশার আজাদ,
যুগ্ন সাধারন সম্পাদক এড জাহিদুল হাসান লাবলু বিএনপির জাহিদ মাস্টার ও মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি প্রমূখ।