সংবাদ শিরোনাম :
রাজবাড়ী সদর হাসপাতালে দুদকের অভিযান অতপর: ৩২ জন ডাক্তারের ১০ জনই অনুপস্থিত
রাজবাড়ী সদর হাসপাতালের বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দূদক অভিযান পরিচালনা করেন। অভিযোগের সত্যতার প্রমান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিব (১৫ মে) দুপুরে দূর্নীতি দমন কমিশন ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসারের নেতৃত্বে দূদকের একটি টিম হাসপাতালে এই অভিযান পরিচালনা করে।
এসময় নিম্নমানের খাবার সরবরাহের পাশাপাশি চার্ট অনুযায়ী কম খাবার সরবরাহ করা। সপ্তাহে এক দিন খাসির মাংস দেওয়ার কথা থাকলেও ঈদের দিন ছাড়া না দেওয়া ও রোস্টার অনুযায়ী ৩২ জন ডাক্তার থাকার কথা থাকলে ১০ জনই অনুপস্থিত পাওয়ায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কমিশনকে অবগত করবেন বলে জানান ফরিদপুর সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সরদার আবুল বাসার।
তিনি আরও বলেন, আজকের খাবারের চার্ট অনুযায়ী প্রতিজন রোগীর যে পরিমাণ খাবার পাওয়ার কথা, সে পরিমাণ খাবার সরবরাহ করা হচ্ছে না। মোট ২২ কেজি ২০০ গ্রাম মাংস দেওয়ার কথা থাকলেও রান্নাঘরে পাওয়া গেছে ১৫ কেজি ২০০ গ্রাম।যেখানে ৭ কেজিই কম পাওয়া গেছে।
ট্যাগস :