ফরিদপুরের রাজেন্দ্র কলেজে ক্লাইমেট অলিম্পিয়াড অনুষ্ঠিত
ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজে কারু শিখা ইয়ুথ ডেভোলপমেন্ট সোসাইটি কর্তৃক আয়োজিত ক্লাইমেট অলিম্পিয়াড-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করেন। আজ মঙ্গলবার দিনব্যাপী মোট চারটি ভাগে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
প্রতিযোগিতামূলক লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। প্রথম সেশনটি নেন সংগঠনটির সভাপতি তিহান আহমেদ। তার আলোচনায় মুখ্য বিষয় ছিল “তরুণদের কন্ঠে সবুজ ভবিষ্যৎ” তিনি উপস্থিত শিক্ষার্থীদের প্রতি দেশের বিভিন্ন এনজিও, আইএনজিও গুলোর সাথে একলক্ষ্যে কাজ করে দেশের পরিবেশ রক্ষার্থে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি উপস্থিত কর্মকর্তাদের থেকে দেশে ক্লাইমেট বিষয়ক বিভিন্ন ট্রেনিং বেকারত্ব দূরীকরণে ক্লাইমেট বিষয়ক উদ্যোক্তা তৈরি এবং ক্লাইমেট বিষয়ক প্রজেক্টে তরুণদের অন্তর্ভুক্তির বিষয়ে সহায়তা দাবি করেন।
দ্বিতীয় সেশনে সংগঠনটির উপদেষ্টা ডাঃ আল-আমিন সারোয়ার বলেন, ছোট ছোট পদক্ষেপ থেকেই বড় পদক্ষেপের প্রতি অগ্রসর হতে হবে এবং জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। এ বিষয়ে তিনি তরুণদের অন্তর্ভুক্তি কামনা করেন।
তৃতীয় সেশনটি নেন জেলা পরিবেশ অধিদপ্তর, উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার। তিনি তার বক্তব্যে বলেন, আবেগ দিয়ে জলবায়ুর ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব নয়, যুক্তিগত দিক বিবেচনায় তরুণদের অন্তর্ভুক্তির মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করতে হবে।
চতুর্থ সেশনটি পৌরসভা নির্বাহী প্রকৌশলী শামসুল আলম সম্পন্ন করেন। সেখানে তিনি বর্জ্য পদার্থ থেকে সম্পদে রূপান্তরে তরুণদের করণীয় বিষয়ে আলোচনা করেন।
এছাড়া সরকারী রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ প্রফেসর এস. এম. আব্দুল হালিম, সর্বোপরি জলবায়ুর সচেতনতা নিয়ে শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
সেশন পরবর্তী সময়ে খাবার বিতরণ, লিখিত পরীক্ষার মূল্যায়ন, পুরস্কার বিতরণী এবং কারু শিখা ইয়ুথ ডেভোলপমেন্ট সোসাইটি কর্তৃক উৎপাদিত পণ্য “সিড পেন” প্রদর্শনী করানো হয়।
এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনটির সভাপতি তিহান আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু হুজাইফা রহমান জীপু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অর্ঘ্য শিকদার, দপ্তর সম্পাদক কাজী মোজাম্মেল, আপ্যায়ন বিষয়ক সম্পাদক আবিদ হাসান, নারী বিষয়ক সম্পাদক অর্নি এবং প্রকাশনা বিষয়ক সম্পাদক নাবিলা এবং শিশু বিষয়ক সম্পাদক সানজিদা।