ফরিদপুরে বিএনপির সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফের সহধর্মিণীর মৃত্যুতে ইফতার ও দোয়া
সাবেক মন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী শায়লা কামালের মৃত্যুতে আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে চৌধুরী কামাল ইবনে ইউসুফ স্মৃতি সংসদের আয়োজনে এ ইফতারের আয়োজন করা হয়। এতে বিএনপি, জামায়াত, খেলাফত মজলিস, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্যকালে চৌধুরী কামাল ইবনে ইউসুফের রাজনৈতিক জীবনে সহধর্মিণী শায়লা কামালের ভূমিকা নিয়ে স্মৃতিচারণ করেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক ও ফরিদপুর-৪ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী শহিদুল ইসলাম বাবুল। এছাড়া তিনি সমসাময়িক রাজনৈতিক বিষয়ে বক্তব্য দেন।
শহিদুল ইসলাম বাবুল বলেন, ‘৫ আগস্ট দেশে বিরাট পরিবর্তন হয়েছে, তার মানে এই না আমাদের দুঃখের দিন শেষ হয়ে গেছে, আমরা সফল হয়ে গেছি। আপনাদের সচেতন থাকতে হবে। আগামী দিনে কোন দিকে দেশ যাচ্ছে। বিএনপি ১৭ বছর নিপীড়িত হলো, লাঞ্ছিত হলো, বেগম খালেদা জিয়া নির্যাতিত হলো, এতো মানুষ জীবন দিল- যেই গণতন্ত্রের জন্য, ভোটের অধিকারের জন্য। সেই অধিকার নিয়ে আবার ষড়যন্ত্র চলছে।’
তিনি আরও বলেন, ‘একটি বিশেষ গোষ্ঠী নির্বাচনকে পিছিয়ে দেয়ার জন্য, বাংলাদেশের সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য, রাজনৈতিক দলের মধ্যে বিদ্ধেষ সৃষ্টি করার জন্য দেশি এবং বিদেশী ষড়যন্ত্র হচ্ছে। আপনাদের সচেতন থাকতে হবে, প্রয়োজনে আরেকটিবার আপনাদের লড়াই করতে হবে। সেটা শেষ লড়াই, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের জন্য লড়াই, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার লড়াই।’
এ সময় সাবেক মন্ত্রী চৌধুরী কামাল ইউসুফের কণ্যা মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক ও ফরিদপুর-৩ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী চৌধুরী নায়াব ইউসুফ বক্তব্য রাখেন। তিনি তার বাবা ও মায়ের আত্মার মাগফেরাতে সকলের কাছে দোয়া কামনা করেন এবং পরিবারের শিক্ষায় স্বচ্ছ রাজনীতিতে নিজেকে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেছ আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূইয়া পিংকু ও মনিরুজ্জামান মনির, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ূম জঙ্গি, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এতে জেলার বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ গ্রহণ করেন।
প্রসঙ্গত, গত ১২ই মার্চ বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী শায়লা কামাল। পরে ফরিদপুর শহরের ময়েজ মঞ্জিলের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।