নগরকান্দায় এক নারীকে কুপিয়ে পিটিয়ে জখমের অভিযোগ
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কোদালিয়া শহীদনগর ইউনিয়নের বড় পাইককান্দি গ্রামের সাহেব মাতুব্বর এর মেয়ে (২৫) কে কুপিয়ে পিটিয়ে গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। সে আহত অবস্থায় পাতালে চিকিৎসাধীন রয়েছে। থানার অভিযোগ সূত্রে জানাগেছে, ৩ এপ্রিল বৃহস্পতিবার বিকালে বাড়ির পাশে মেহগনি গাছের বাগানে পাতা কুড়াইতে গেলে ইদ্রিস মাতুব্বর এর স্ত্রী সালমা বেগমের সাথে কথা কাট কাটি ও হাতাহাতি হয়। ঐ ঘটনার জেরে ধরে পূর্ব পরিকল্পিত ভাবে পরের দিন ৪ এপ্রিল শুক্রবার দুপুরে বাদীর বাড়িতে প্রতিপক্ষ প্রবেশ করে এবং বাদীর মেয়ে কে গালিগালাজ করে একপর্যায়ে তাকে মারপিট করতে থাকলে বাড়িতে থাকা তার বোন এগিয়ে ঠেকাতে গেলে তাদেরকেও লাঠি – লোহার রড দিয়ে মারপিট করে আহত করে।
আহত বাদী হয়ে নগরকান্দা থানায় একটি অভিযোগ করেন এবং বলেন, পূর্ব শত্রুতার জের ধরে আমাগো মারপিট করেছে।আমার এক মেয়ে কে কুপিয়ে পিটিয়ে গুরুতর আহত করায় হাসপাতালে ভর্তি রয়েছে। দুই মেয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে। এই ঘটনায় যারা আমাগো মারপিট করেছে তাদের ৬ জন কে আসামী করে থানায় একটি অভিযোগ করেছি।
আসামীরা হলেন ১।ইদ্রিস মাতুব্বর (৭০), ২। তারা বেগম(৫৫) স্বামী ইদ্রিস মাতুব্বর, ৩।বদিয়ার মাতুব্বর (৪৫),৪। হায়দার মাতুব্বর (৩০), ৫।রুনা বেগম (৩৫) স্বামী বদিযার মাতুব্বর ৬।সালমা বেগম(২৫),স্বামী হায়দার মাতুব্বর।আসামীদের বাড়িতে না পাওয়ায় এবং তাদের মোবাইল নাম্বার বন্ধ থাকায় তাদের বক্তব্য জানা যায়নি।