ফরিদপুরে যুবদল নেতা রঞ্জিত ও লিটন হামলাকারীদে দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন
ফরিদপুর পৌরসভা এলাকাধীন মুন্সিবাজারে যুবদল নেতা রঞ্জিত বিশ্বাস ও লিটন বিশ্বাসকে কুপিয়ে জখমের ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১১ টার দিকে ‘ ফরিদপুর শান্তিপ্রিয় সাধারণ জনগন এর ব্যানারে ফরিদপুর প্রেসক্লাবের সামনে আধা ঘন্টা ব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, থানায় মামলা হলেও রহস্যজনক কারণে পুলিশ তাদের গ্রেপ্তার করতে পারছে না। আসামিরা এলাকায় অবস্থান করে ফের বিভিন্ন ধরনের ভয়-ভীতি দেখাচ্ছে। বক্তদের অভিযোগ আওয়ামী লীগের কুখ্যাত সন্ত্রাসী লাভলুর নির্দেশে সন্ত্রাসী রকি, সজীব ও আজাদ এই হামলা চালায়, অতি দ্রুত তাদের আমরা গ্রেপ্তারের দাবি করছি। হামলাকরীরা প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে এলাকায় বেপরোয়া ভাবে ঘোরাফেরা করছে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাই এই সব সন্ত্রাসীদের অতি দ্রুত গ্রেফতারের আওতায় নিয়ে এসে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।
এ সময় মানববন্ধনের বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের আহ্বায়ক নিতাই রায়, হামলায় আহত রঞ্জিত বিশ্বাস এর স্ত্রী ইপা বিশ্বাস, তার বোন পূর্ণিমা রায়, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দিদার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহরিয়ার হোসেন জুয়েল, ফরিদপুর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফন্টের সদস্য সচিব সুব্রত রবি দাস, কৃষক দল নেতা লুৎফর মন্ডল প্রমুখ।
ঘটনা প্রকাশে জানা যায় , গত ৪ এপ্রিল শুক্রবার দিবাগত রাত এগারোটার দিকে গেরদা ইউনিয়নের সাহেব বাড়ী থেকে সামাজিক অনুষ্ঠানে অংশ নিয়ে ১১ টার দিকে মটর সাইকেলে যোগে নিজ বাড়ীতে দুই ভাই ফেরার সময় কাজীবাড়ি মসজিদ মোড় এলাকায় পৌঁছালে তাদের উপর হামলা চালানো হয়।
এসময় পেছন থেকে দুটি মোটরসাইকেলে থাকা চার ব্যক্তি রঞ্জিত বিশ্বাসকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। সাথে থাকা তার সহোদর লিটন বিশ্বাস ও আহত হয়।
এঘটনায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তখন খবর পেয়ে সেখানে ছুটে যান কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি মাহাবুবুল হাসান ভূঁইয়া পিংকু সহ তার সাথে থাকা নেতাকর্মীরা। রঞ্জিত ও লিটনের চিকিৎসার খোঁজখবর নেন এই কেন্দ্রীয় যুবদল নেতা।