নারীর সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিল ও ভারতে মুসলিমদের নির্যাতনের প্রতিবাদে সালথায় বিক্ষোভ মিছিল
নারীর সংস্কার কমিশন ও প্রতিবেদন বাতিল এবং ভারতে হিন্দুদের দ্বারা মুসলিমদের উপর নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরের সালথায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে উপজেলার তৌহীদী জনতার আয়োজনে উপজেলা পরিষদের চত্বরে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে সদর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাইপাস সড়কে গিয়ে শেষ হয়। পরে সংক্ষিপ্ত এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, বাহিরদিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আকরাম আলী সাহেব, উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মাওলানা রবিউল ইসলাম, পুরুরা মাদ্রাসার মুহতামিম মাওলানা নিজামুদ্দিন, উপজেলা ইমাম ঐক্য পরিষদের সভাপতি নেছারুদ্দীন, ইউসুফ দিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবু সায়েম কাজী, সালথা উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি মফিজুর রহমানসহ ইসলামি সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও স্থানীয় তৌহিদী জনতা উপস্থিত ছিল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, নারী সংস্কার কমিশন বন্ধ এবং প্রতিবেদন বাতিলের দাবী করেন এবং ভারতে মুসলমানদের উপর নির্যাতন কেন? ভারত সরকারের জবাব দিতে হবে। ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ভারতের ওয়াকফ আইন বাতিল করতে হবে।