ফরিদপুর জজকোর্ট পৌর মার্কেটে অবৈধ্য দোকান নির্মানের অভিযোগ
ফরিদপুর জজকোট পৌর মার্কেটের সিড়ি কোঠায় পানির পাম্প, বৈদ্যুতিক মিটার সংরক্ষিত এলাকায় অবৈধ্য ভাবে দোকান নির্মাণের অভিযোগ করেন উক্ত মার্কেট সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ দোকান মালিক ও ভাড়াটিয়াগন।
অবৈধ দোকান উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য জন্য ফরিদপুর পৌরসভার প্রশাসক বরাবর একটি অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট মার্কেটের দোকান মালিক ও ভাড়াটিয়ারা। অভিযোগ সূত্রে জানাযায়, ফরিদপুর পৌরসভা কর্তৃক নির্মিত ভবনের পৌর মার্কেটের যাবতীয় বিদ্যুৎ ব্যবস্থা মিটার ও পানির পাম্প সহ অন্যান স্থাপনার প্রয়োজনীয মালামার সংরক্ষিত এলাকা সিড়িকোঠার নিচে এই অবৈধ দোকান ঘর নির্মাণ করা হয়।
এই অবৈধ দোকান ঘর উচ্ছেদের জন্য পৌর প্রশাসকের বরাবর আবেদন দিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি এডভোকেট ইউনুস মিয়া ও সাধারণ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।
এই বিষয়ে সিড়ি কোঠায় দোকান ঘর নির্মাণকারী আইনজীবী সহকারী হানিফের মোবাইল বন্ধ পাওয়াই তার বক্তব্য নেওয়া সম্ভাব হয়নী।
এ বিষয়ে মোস্তফিজুর রহমান বলেন, মার্কেটের কারো সাথে কোন আলাপ-আলোচনা না করে, হঠাৎ করে এক আইনজীবি সহকারি বৈদ্যুতিক মিটার ও পানির পাম্প সংরক্ষিত এলাকায় অবৈধ্য ভাবে দোকান ঘর নির্মাণ করে ফেলে। আমার জানা মতে তার কাছ পৌরসভার কোন বরাদ্দপত্রের কাগজপত্র নাই। এই অবৈধ্য দোকান ঘর উচ্ছেদের জন্য আমরা ফরিদপুর পৌরসভার প্রশাসক বরাবর আবেদন করেছি।
এ বিষয়ে ফরিদপুর পৌর সভার প্রশাসক দৈনিক বাঙালী সময় কে জানান, আজ কয়েকজন আইনজীবী এসেছিলেন। সাধারণত সিড়ি কোঠায় বরাদ্দ দেওয়া হয় না, ধারনা করতে পারি। মার্কেটের ডিজাইন টা দেখে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।