সংবিধান সংস্কার গনপরিষদের মাধ্যমে করতে হবে, তা না হলে ঠিকসই হবে না : এনসিপির আহবায়ক নাহিল ইসলাম
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক শেষে শনিবার (১৫ মার্চ) দুপুরে সাংবাদিকদের সাথে কথা বলেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাহিল ইসলাম।
এসময় নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন ৫ই আগস্টের পরবর্তী বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র রিফান্ড প্রক্রিয়ার মধ্যে আছে। সেই বিষয়গুলো আলোকপাত করা হয়েছে। যে যেই প্রতিষ্ঠান নিয়ে সংস্কার কাজ করছেন, সেটার সার-সংক্ষেপ বা পরিকল্পনা তারা তুলে ধরেছেন, রাজনৈতিক দলগুলো তারা তাদের দলীয় অবস্থান তুলে ধরেছেন। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমরা মনে করি গনঅভ্যুত্থান পরর্বতী সময়ে যে সরকার গঠিত হয়েছে, মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময় তৈরি করতে হবে। তবে সকল রাজনৈতিক দল গুলি সবায় ঐক্য মতে আসতে হবে। জনগণের কাছে আমাদের কমিটমেন্ট সংস্কার ও বিচার। সংবিধান সংস্কার গনপরিষদের মাধ্যমে করতে হবে, তা না হলে ঠিকসই হবে না। আমরা মনে করে নির্বাচন সংস্কার প্রক্রিয়ার ধারাবাহিকতা। সংস্কার বিহীন নির্বাচন কোন কাজে আসবে না। তবে সংস্কারের বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত। সংবিধান নিয়ে আমাদের বক্তব্য গণপরিষদের মাধ্যমে সংবিধান সংস্কার করা। জাতিসংঘের মহাসচিবের কাছে সংস্কার ও বিচারের জন্য আমরা সহযোগিতা চেয়েছি। একমত হলে তারা তাদের জায়গা থেকে সহযোগিতা করবে। একই সঙ্গে আইনসভা ও গণপরিষদের নির্বাচন কথা বলেছি।