সংবাদ শিরোনাম :
কোটালীপাড়ায় মানুষিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
গোপালগঞ্জের কোটালীপাড়ায় বরুন বালা (২৪) নামক এক মানুষিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সে উপজেলার রামশীল ইউনিয়নের মুশুরিয়া গ্রামের নারায়ন বালার ছেলে। আজ শনিবার ভোর রাতে নিজ বাড়ীর আমগাছের সাথে রশি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। জানা যায়, খাগবাড়ী টেকনিক্যাল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করা স্বামীকে কয়েক বছর পূর্বে স্ত্রী ছেড়ে যাওয়ার পর মানুষিক ভারসাম্য হারিয়ে একাধিকবার আত্মহত্যার চেষ্টা চালায় সদ্য রিহ্যাব থেকে ছাড় পাওয়া বরুন। ঘটনার দিন ছেলেকে গাছের সাঙ্গে ঝুলতে দেখে বাবার শোর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে চিকিৎসার জন্য কোটালীপাড়া হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। এ বিষয়ে কোটালীপাড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন- আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।
ট্যাগস :