নির্বাচন উপলক্ষ্যে দেশী-বিদেশী ষড়যন্ত্র মোকাবেলা জন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান
ফরিদপুরে আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু- ছবি: বাঙ্গালী সময়
# সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় ফরিদপুর জাতীয়তাবাদী দলের যুগ্ম আহবায়ক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল এর উদ্যোগে আলোচনা সভা ও ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় ফরিদপুর বিএনপি’র বিভিন্ন স্তরের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এসভায় বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে খুনী হাসিনা জাতীয়তাবাদী দল বিএনপি’র উপরে নির্যাতন চালিয়ে ইফতার মাহফিলও পালন করতে দেয়নি৷ কিন্তু এখন আমাদের ইফতারের মত ধর্মীয় অনুষ্ঠান পালনের মাধ্যমে জনগণের সাথে মিলিত হবার সময়। আর সেই উদ্দেশ্যই কেন্দ্রীয় নির্দেশে এই ইফতার মাহফিলের আয়োজন। এখন খুনী হাসিনা পালিয়ে গেলেও বিএনপির দীর্ঘ সংগ্রাম ও আন্দোলনের উদ্দেশ্য এখনো পূরণ হয়নি। বিএনপির আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যখন একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে৷ জাতীয়তাবাদী দলের প্রতিটি কর্মীকে আগামী নির্বাচনের জন্য সতর্ক থাকতে হবে।আগামী নির্বাচনে বিএনপির জয় অবশ্যম্ভাবী। অনুষ্ঠানে সাবেক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া করা হয় এবং আগামীর রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যাতে সুস্থ থেকে দেশে ফিরে এসে দেশের হাল ধরতে পারেন সেই আশা করা হয়৷এছাড়া আগামী নির্বাচন উপলক্ষ্যে যে দেশী-বিদেশী ষড়যন্ত্র হচ্ছে, তা মোকাবেলা করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানানো হয়৷ স্বৈরাচারী সরকার পতন হলেও এখনো দেশদ্রোহীরা দেশে ঘাপটি মেরে লুকিয়ে আছে৷ বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন বিগত ১৭ বছরে দেশের জনগণ ভোট দিতে পারেনি। দেশে ভোট ডাকাতি হয়েছে দিনের ভোট রাতে হয়েছে। অনুষ্ঠানে পরবর্তী পর্বে মুসলিম উম্মার শান্তি প্রতিষ্ঠায় এবং দেশ ও জনগণের কল্যান কামনা করে দোয়া অনুষ্ঠিত হয। আজ রবিবার ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু, বিশেষ অতিথি হিসেবে ফরিদপুর জেলা বিএনপির আহবায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রশিদুল ইসলাম লিটন, যুগ্ম আহবায়ক আফজাল হোসেন খান পলাশ ,যুগ্ন আহবায়ক ফজলুল হক টুলু , যুগ্ন আহবায়ক আজম খান , ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান শামীম, জেলা যুবদলের সভাপতি মোঃ রাজিব হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোজাম্মেল হোসেন খান মিঠু প্রমুখ।