চরভদ্রাসনে জমি নিয়ে বিরোধে হামলা, গ্রেফতার ১
ফরিদপুরের চরভদ্রাসনের জমি ও বর্গা জমির ফসল নিয়ে হামলার ঘটনায় কাজল বিশ্বাস নামের এক যুবককে পিটিয়ে গুরুত্বর আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহত কাজল বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এই ঘটনায় পুলিশ একজনকে আটক করে আজ শনিবার সকালে কোটে প্রেরণ করেন।
গত বৃহস্পতিবার দুপুরে জেলার চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চর হোসেনপুর মধু ফকিরের ডাঙ্গী এলাকায় একই ঘটনা ঘটে। মারাত্বক আহত কাজল বিশ্বাস চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ গ্রামের মৃত নুর মোহাম্মদ বিশ্বাসের ছেলে। পরে আহত কাজলের মা সানোয়ারা বেগম বাদী হয়ে চরভদ্রাসন থাকায় মামলা দায়ের করে। এই ঘটনায় শেখ আলীরাজ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে চরভদ্রাসন থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায়, চরভদ্রাসন উপজেলার হাজীগঞ্জ চর হোসেনপুর মধু ফকিরের ডাঙ্গী এলাকায় শেখ আলাউদ্দিন দীর্র্ঘদিন যাবৎ আহত কাজল বিশ্বাসের জমিজমা চাষাবাদ করে আসতো। সম্প্রতি জমির লিজ মানি ও বর্গা ফসল নিয়ে শত্রুতা তৈরি হয়। এরই জের ধরে গত ৩ এপ্রিল বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে কাজল বিশ্বাস আলাউদ্দিন শেখের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় তার গতি রোধ করে কথা কাটাকাটি শুরু করে। এসময় আলাউদ্দিনের ছেলেরা ও অজ্ঞাত বেশ কয়েক জন কাজল কে এসএস পাইপ, রডসহ দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে মারধর করে এবং টাকা পয়সা মুল্যবান জিনিসপত্র ছিনিয়ে নেয়।
পুলিশ ও স্থানীয়দের সহয়তায় আহত কাজল বিশ্বাস কে প্রথমে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে গুরুত্বর আহত কাজল কে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্র্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্র্শক মো: রফিকুজ্জামান জানান, জমিজায়গা নিয়ে দুই পরিবারের মধ্যে দীর্র্ঘদিন যাবৎ বিরোধ ছিল। গত বৃহস্পতিবার জমিজমা নিয়ে হামলার ঘটনায় সেদিন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত কাজলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে গতকাল শুক্রবার আহতের মা বাদী হয়ে মামলা দায়ের করে। মামলার এজাহার ভুক্ত ৩নম্বর আসামী শেখ আলীরাজ করে শুক্রবার রাতে গ্রেফতার করা হয়। আজ শনিবার সকালে আসামীকে কোটে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতারসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মামলার পর থেকে অভিযুক্ত ব্যক্তিরা পলাতক থাকায় তাদের বক্তব্য পাওয়া যায়নি।