ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত
ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল দশটায় শ্রীধাম শ্রী অঙ্গনের মার্কেটের দোকানে অনুপম মন্ডল নামে এক হিন্দু যুবকের নেতৃত্বে মূল্যবান মূর্তি ভাঙচুর ও লুণ্ঠনের প্রতিবাদে ও শাস্তির দাবিতে উক্ত মানববন্ধন অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ী গোপাল মজুমদার , কোমল বিশ্বাস, ব্যবসায়ী ভাস্কর ভৌমিক,
বানসা চক্রবর্তী, পড়াশর বন্ধু ব্রহ্মচারী, উত্তমশীল সহ প্রমুখ।এ সময় বক্তারা বলেন ” গত ২৩ শে মার্চ তারিখে শ্রী অঙ্গন মার্কেটের অমর বন্ধু গ্রন্থ ভান্ডারের গোপাল মজুমদারের দোকানে কথা কাটাকাটির একপর্যায়ে অনুপ মন্ডল ও তার সহযোগীরা দোকান ভাঙচুর করে । এ সময় তারা দোকানের প্রতিমা , ছবি , ইত্যাদি ভাঙচুর করে এবং নগদ ১৮০০০ টাকা নিয়ে যায় । বক্তারা দোকানের উপর এই হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এবং অবিলম্বে সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া নেওয়ার আহ্বান জানান । একই সাথে মার্কেটে নিরাপত্তায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।