সালথায় দুই গ্রুপের সংঘর্ষ গণঅধিকার পরিষদের দাউদ মন্সীর বাড়িঘর ভাংচুর লুটপাটের অভিযোগ।
ফরিদপুরের সালথায় গ্রাম্য দলাদলি ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মামা ও ভাগ্নের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে৷ আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসময় বল্লবদি ইউনিয়ন গণঅধিকার পরিষদের যুগ্ম সদস্য সচিব মুফতি আবু দাউদ মুন্সির বাড়ি ঘর ভাঙচুর লুটপাট করার অভিযোগ পাওয়া যায়।
রবিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের বিষ্ণুদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, বিষ্ণুনদী গ্রামের মো. এবাদত শেখ তার আপন মামা হিরু শেখকে কটূক্তি করে কথা বলায় দুই পক্ষের সমর্থকদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ সংঘর্ষের আনোয়ার মোল্যা, কাঞ্চু মুন্সী, মোকলে়ছ, শাহজাহান ও এনায়েত হোসেন সহ ১৫ জন আহত হয়। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতাল ও নগরকান্দা স্বাস্থ্য ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি চলছে ।
সালথা থানার অফিসার ইনচার্জ মো. আতাউর রহমান বলেন, মামা-ভাগ্নের মারামারির খবর পেয়ে ঘটনান্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকায় পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন রয়েছে।