সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে ১৮ প্রতিবন্ধিকে হুইলচেয়ার বিতরণ
রাজবাড়ীর পাংশায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ১৯ জন প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে এ হুইল চেয়ার বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন রাজবাড়ী জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার। এরআগে উপজেলা পরিষদ মিলনায়তনে পৌছালে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম আবু দারদা ও উপজেলায় কর্মরত দপ্তর প্রধানগন ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এরপর উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন তিনি। পরে কৃষি অফিস সংলগ্ন কাঠ বাদামের চারা রোপন করলেন জেলা প্রশাসক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ গাছ রোপন করা হয়।
এর আগে কৃষি অফিস এলাকায় পৌছালে জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তারকে ৩ জাতের পেয়াজ উপহার দিয়ে স্বাগত জানানো হয়।
পুরো সময়জুড়ে পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম,পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাউদ্দিন,উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ তোফাজ্জেল হোসেন,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ রবিউল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আসলাম হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ খোয়াজুর রহমান,উপজেলা মৎস্য অফিসার মোঃ সাঈদ আহম্মেদ, যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান জাহাঙ্গীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক শাহ নেওয়াজসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
পরে উপজেলা পরিষদের ভিতর পতিত জায়গায় বস্তায় আদা চাষ প্রকল্প ঘুরে দেখেন জেলা প্রশাসক মিজ সুলতানা আক্তার।
ট্যাগস :