পাংশায় আগুনে পুড়ে দুইটি দোকানের ১৫ লক্ষ টাকার ক্ষতি
রাজবাড়ীর পাংশায় দুটি দোকান পুড়ে ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।এসময় একটি ফার্নিচারের দোকান ও খাবার হোটেল আগুনে পুড়ে যায়। বৃহস্পতিবার দিবাগত রাত অনুমান ১০ঃ৩০ মিনিটের দিকে শহরের বারেক মোড় এলাকায় এঘটনা ঘটে ।স্থানীয়রা জানায়, রাত ১০ : ৩০ দিকে হঠাৎ অগ্নিকাণ্ড হয়।মুহূর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে। সে সময় ফায়ার সার্ভিসে খবর দেয় স্থানীয়রা।ফায়ার সার্ভিস এসে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে ফাতেমা ফার্নিচারের ২টি দোকান সহ আয়াশের রান্নাঘর আগুন লেগে যায়।
পাংশা ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মোঃ বাকী বিল্লাহ বলেন, খবর পেয়ে পাংশা ও কালুখালি ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা ফায়ার সার্ভিসের। ক্ষয়ক্ষতির পরিমান তদন্ত শেষে বলা যাবে বলে জানান এই কর্মকর্তা।তবে ফাতেমা ফার্নিচার চারের মালিক হারুন আর রশীদ জানান তিনি ৯:৩০ সময় দোকান বন্ধ করে বাসায় চলে জান বাসায় যাওয়ার পর তিনি ১০ঃ৩৫ মিনিটে জানতে পারেন তার দোকানে আগুন লেগেছে এসে দেখেন যে তার দোকানের কাট সহ ১১ থেকে ১২ লক্ষ টাকার ফার্নিচারের ক্ষতি হয়েছে।
আয়াশের মালিক খন্দকার তৈমুর হাসান বিপ্লব বলেন আমি আমার একটা কাজে র জন্য রাজবাড়ী গিয়েছিলাম রাজবাড়ী থেকেই জানতে পারলাম আমার রেস্টুরেন্টে ভয়াভয় আগুন লেগেছে।
ঘটনা স্থলে এসে দেখি আমার রান্না ঘরের ফ্রিজ,চাল, ও বিভিন্ন মালামাল সহ ৩ লক্ষ টাকার মালামাল নষ্ট হয়েছে। দুটি দোকানের ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানাযায়।