মাগুরার সেই শিশুটি ধর্ষণে আসামিদের বাড়ি ভাংচুর ও আগুন ধরিয়ে দেয় স্থানীয় জনতা
মাগুরার সেই শিশুটির মৃত্যুর পর ধর্ষণের অভিযোগে করা মামলার আসামিদের বাড়িতে ভাঙচুর লুটপাট ও আগুন ধরিযে দেয় স্থানীয় লোকজন। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকেই ভাংচুর ও লুটপাট করা হয়। প্রথমেই বাড়ির জানালা-দরজা ভেঙে বাড়িতে থাকা জিনিসপত্র লুট করে নেন কিছু লোকজন। এরপর সন্ধ্যা সাতটার পর স্থানীয় লোকজন বাড়িতে আগুন ধরিয়ে দেয় । গভীর রাত পর্যন্ত ওই বাড়িতে আগুন জ্বলতে দেখা যায়। আবার আজ শুক্রবার সকালে মাগুরা পৌর এলাকায় নিজনান্দুয়ালী গ্রামে আসামিদের বাড়িতে ভাঙচুর শুরু করেন তাঁরা। আজ বেলা ১১টার দিকে ওই বাড়িতে গিয়ে দেখা যায়, বাড়ির মূল কাঠামো ভাঙার পাশাপাশি সেখান থেকে গাছপালাও কেটে নিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। বাড়িতে কয়েকটি দেয়াল ছাড়া কিছুই অবশিষ্ট নেই। স্থানীয় সূত্রে, গাছ কাটতে থাকা এক ব্যক্তির কাছে জানতে চাইলে তিনি বলেন এই বাড়ির জন্য গ্রামের দুর্নাম হয়েছে। এ কারণে এই বাড়ির কোনো নাম-নিশানা আমরা রাখতে চাই না। এই বাড়ির পরিণতি দেখে অন্যরা যাতে শিক্ষা নেয়, সে ব্যবস্থাই আমরা নিচ্ছি।
স্থানীয় কয়েকজন জানান, ওই বাড়িতে আধা পাকা দুটি ঘর ছিল। একটি ঘরে পাশাপাশি তিনটি কক্ষ এবং আলাদা একটি এক কক্ষের ঘর। সেখানে মা, দুই সন্তান, এক পুত্রবধূ ও স্ত্রীকে নিয়ে থাকতেন মামলার মূল অভিযুক্ত (শিশুটির বোনের শ্বশুর) হিটু শেখ। ঘটনার পর হিটু শেখ, তাঁর স্ত্রী ও দুই ছেলেকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ওই বাড়িতে হিটু শেখের বৃদ্ধা মা একাই বসবাস করছিলেন। তবে গতকাল দুপুরের পর তাঁকে আর ওই বাড়িতে দেখা যায়নি। তিনি কোথায় আছেন, সে বিষয়েও এলাকার লোকজন কোনো তথ্য দিতে পারেননি। শিশুটির পরিবারের সদস্যদের সান্ত্বনা জানাতে আজ মাগুরা শ্রীপুর উপজেলায় গিয়েছিলেন বিএনপি’র কযেকজন সিনিয়র নেতা ও সমাজের বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিগন। তবে মাগুরা জেলা বিএনপির সদস্যসচিব মনোয়ার হোসেন খান সাংবাদিকদের জানান আসামিদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের বিষয়ে ‘আমরা সমর্থন করি না। যারা এটা করেছে, তারাও অপরাধ করেছে। বিএনপি আইনের শাসনে বিশ্বাসী। এদিকে আসামিদের বাড়িতে আগুন দেওয়া হলেও তা নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা আসেননি। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকেও ভাঙচুর ও অগ্নিসংযোগের কাজে বাধা দেননি। এ বিষয়ে জানতে চাইলে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আজ দুপুরে বলেন, এ বিষয়ে এখনো কোনো আইনি পদক্ষেপ নেওয়া হয়নি। ওদিকে নজর দেওয়ার সুযোগ পাইনি।