পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে রাজবাড়ী জেলা প্রশাসকের প্রস্তুতি সভা
আজ ১৭ মার্চ ২০২৫ রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদ-উল-ফিতর উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি সার্ভিস, নৌপথে লঞ্চসহ অন্যান্য জলযানসমূহের সুষ্ঠুভাবে চলাচল নিশ্চিতকল্পে ঘাটের সুষ্ঠু ব্যবস্থাপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘ্ন করার লক্ষ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসভায় সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ সুলতানা আক্তার। এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মাজহারুল ইসলাম, উপপরিচালক (স্থানীয় সরকার), রাজবাড়ী; ডা: এস. এম. মাসুদ, সিভিল সার্জন, রাজবাড়ী; জনাব মো: ইমরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), রাজবাড়ী; জনাব শরীফ আল রাজীব, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস), রাজবাড়ী; রাজবাড়ী জেলা প্রশাসনের কর্মকর্তাগণসহ রাজবাড়ী জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।