ঢাকা ০৮:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫, ২৮ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজবাড়ীতে দালালের খপ্পরে সর্বস্বান্ত তিন পরিবার  পাংশা হাসপাতালে এমএসআরের কাজের টেন্ডারে অনিয়মের অভিযোগ পদ্মা ও আড়িয়াল খাঁ নদে ইলিশ  অভিযানে ৪০০ মিটার বাঁধ উচ্ছেদ  রাজবাড়ীর পদ্মা ও গড়াই নদী থেকে প্রকাশ্যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার বালু বিক্রি ফরিদপুরে শ্রীধাম শ্রী অঙ্গন মার্কেটের ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত পার্কিং ফি কমানোর দাবিতে অটোচালকদের বিক্ষোভ রাজবাড়ীর গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১ টি গবাদি পশু দগ্ধ,৩ টি ঘর পুড়ে ছাই  ফিলিস্তিনিদের প্রতি‌ সংহতি জানিয়ে গাজা ও রাফায় ইসরাইলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে ফরিদপুরে বিএনপির প্রতিবাদ সভা অনুষ্ঠিত সালথায় আধিপত্য বিস্তারে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ ফরিদপুরে খানাখন্দ সড়কে অতিরিক্ত গতিতে ওভারটেকিংয়ে ঝড়ল ৭ প্রাণ

মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

নিজস্ব সংবাদ :

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে রত্না সুলতানা (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলেছেন। নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৬) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত প্রায় তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা খাটের ওপর পড়ে আছেন। খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, আমার জামাই ইয়াসিন শেখ দীর্ঘদিন ধরে অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই ঘটনার জের ধরেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূর স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপলোডকারীর তথ্য
আপডেট সময় ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
৫৪ বার পড়া হয়েছে

মধুখালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৩:৫০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ছকরিকান্দী গ্রামে রত্না সুলতানা (২৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহতের বাবার পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ তুলেছেন। নিহত রত্না সুলতানা উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের মো. মাজেদ শেখের মেয়ে। তার স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখ (২৬) ছকরিকান্দী গ্রামের মৃত কামাল বেপারীর ছেলে। এ ঘটনায় নিহতের বাবা মধুখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

প্রতিবেশী নাসির উদ্দিন শেখ জানান, রাত প্রায় তিনটার দিকে মোহাম্মদ ইয়াসিন শেখ তাকে ঘুম থেকে ডেকে তুলে জানান যে, তার স্ত্রী ঘরের ভেতর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পরে নাসির উদ্দিন ইয়াসিনের সঙ্গে তার ঘরে গিয়ে দেখেন, খাটের পাশে একটি ওড়না ঝুলছে এবং রত্না সুলতানা খাটের ওপর পড়ে আছেন। খবর পেয়ে স্থানীয়রা সকালে ঘটনাস্থলে জড়ো হন এবং মধুখালী থানা পুলিশকে অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

নিহতের মা জরিনা বেগম অভিযোগ করে বলেন, আমার জামাই ইয়াসিন শেখ দীর্ঘদিন ধরে অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত ছিল। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এই ঘটনার জের ধরেই আমার মেয়েকে হত্যা করা হয়েছে।

নিহত গৃহবধূর স্বামী মোহাম্মদ ইয়াসিন শেখের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মধুখালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেন জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তের পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।